১৭৯৮ সালের কথা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার জেমস অ্যাকিলিস কার্কপ্যাট্রিক প্রেমে পড়লেন খাইরুন্নেসার। তিনি ছিলেন হায়দারাবাদের নিজাম উল মুলকের প্রধানমন্ত্রীর নাতনী এবং নবীজির বংশধর। কার্কপ্যাট্রিকের স্বপ্ন ছিল ভারত বিজয়ের ইতিহাসে নিজের নাম লেখা। উল্টো তিনি পরাজিত হলেন খাইরুন্নেসার রূপের আগুনে। একপর্যায়ে তিনি খাইরুন্নেসাকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে এই বই শুধু তাদের প্রেমকাহিনীতেই সীমাবদ্ধ নয়। ১৮ এবং ১৯ শতকে বহু ব্রিটিশ অফিসারের উপর ভারতীয় সংস্কৃতি ও ধর্মের প্রভাব এবং তার ফলাফলসহ ইতিহাসের এক অজানা অধ্যায় উঠে এসেছে এই বইতে।
