বহু বছর ধরেই পুরো বিশ্বের মানুষ মায়ানমার সম্পর্কে যে ধারণাটা পোষণ করে রেখেছে সেটা খুবই সরল। মায়ানমারের শাসকরা খুবই অত্যাচারী, আর দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী প্রজারা খুবই শান্তিপ্রিয়। কিন্তু সম্প্রতি কয়েক বছরে সেই ধারণাটা আর টিকে থাকেনি। ২০১২ সালের জুন মাসে পশ্চিম মায়ানমারে বৌদ্ধ এবং মুসলিমদের মধ্যে যে ভয়াবহ সংঘর্ষ হয় তার ফলে এই দুই ধর্মের মানুষদের মধ্যে বিরোধ ধীরে ধীরে বাড়তেই থাকে। ক্রমান্বয়ে সারা দেশেই মুসলিমদের উপর আক্রমণ শুরু হয়ে যায়। ইন্টারনেটের কারণে এই ঘটনা এখন বিশ্বব্যাপী পরিচিত। কিন্তু এই ঘটনার উৎপত্তি কীভাবে? এই দ্বন্দ্বের সুলুক সন্ধান করতে চাইলে পড়তে হবে ফ্রান্সিস ওয়েডের লেখা এই অসাধারণ বইটি।
