চীন শুধু একটি দেশ নয়, চীন হলো এক প্রাচীন সভ্যতা। চৈনিক সভ্যতা বাকি দুনিয়ার কাছে সবসময়ই এক বিস্ময়। চীনের ভাষা এবং সংস্কৃতির মত চীনের ইতিহাসও যেন ব্যতিক্রমী। প্রাচীনকাল থেকেই চীন প্রযুক্তিতে উন্নত। কাগজ এবং কাগজের নোট দুইটিরই প্রচলন হয় চীনে। এখানে জন্ম নিয়েছেন কনফুসিয়াসের মত দার্শনিক, তাওবাদের মত প্রাচীন ধর্মীয় দর্শন। আর সাম্প্রতিক বিশ্বে চীন এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই বইতে লেখক চীনের ৪০০০ বছরের থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ইতিহাসকে তুলে ধরেছেন। এর মধ্যে উঠে এসেছে ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি এবং সমরনীতি।

a short history of China বইটি কার্টে যোগ করুন