“SPQR” মূলত ল্যাটিন “Senatus PopulusQue Romanus” এর সংক্ষিপ্তরূপ। প্রাচীন রোমান প্রজাতন্ত্রকে বোঝাতে এটি ব্যবহৃত হতো। এই প্রতীকটি ঐ সময়ের বিভিন্ন রাষ্ট্রীয় নথিপত্র, সিল বা মুদ্রার গায়েও ব্যবহার করা হত। এই প্রাচীন সাম্রাজ্যটি ছিল এক সত্যিকারের বিস্ময়। লৌহ যুগের সাধারণ একটি গ্রাম কীভাবে পুরো ভূমধ্যসাগর অঞ্চলের একচ্ছত্র অধিপতি হয়েছিল সেই কাহিনী যে-কোনো মহাকাব্যের থেকে কোনো অংশেই কম নয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের “প্রাচীন রোম বিশেষজ্ঞ” মেরি বিয়ার্ড সেই প্রাচীন রোমের ইতিহাসকে তুলে ধরেছেন এই বইতে। বইটিকে চাইলে ইতিহাসের ক্লাসিকও বলা যায়।
