মানুষ অ্যামেরিকাতে প্রথম বসতি গড়েছিল সর্বশেষ বরফযুগ যখন বিদায় নিচ্ছিল তখন। মোটামুটি ২০ হাজার থেকে ১৩ হাজার বছর আগে। কিন্তু এই লেখক দেখাতে চাইছেন যে, ঘটনা মোটেই তেমন নয়। আজ থেকে প্রায় ১ লক্ষ ৩০ হাজার বছর আগে একদল মানুষ অ্যামেরিকাতে গিয়ে রীতিমতো উন্নত সভ্যতা তৈরি করেছিল। লেখক তার বইতে দেখিয়েছেন যে, বরফযুগের আগেই একদল মানুষ মিসিসিপি উপত্যকা থেকে শুরু করে অ্যামাজন রেইনফরেস্ট পর্যন্ত এই উন্নত সভ্যতার বিস্তার ঘটিয়েছিল। বইটি পড়ার আগে জানা প্রয়োজন যে, এই লেখকের বইগুলোকে মূলধারার গবেষকরা কিন্তু সিউডোসায়েন্স মনে করেন।
