আজ থেকে ৪০০০০ বছর আগে মানুষ যে ধরনের পেইন্টিং করত, সেটা দেখলে আপনার মনে হবে যেন কোনো বড় শিল্পীর কাজ। গুহাচিত্রের এমন কিছু টেকনিক আছে যা রেনেসাঁর আগ পর্যন্ত মানুষ পুনরাবিষ্কার করতে পারেনি। প্রাগৈতিহাসিক চিকিৎসা পদ্ধতিও ছিল খুবই সফল। মানুষের লিখিত ইতিহাস যেহেতু ৫০০০ বছরের, তাই মানব সভ্যতার উদ্ভব নিয়ে পপুলার ন্যারেটিভগুলো শুনলে আপনার মনে হবে যেন ৫০০০ বছর আগে হঠাৎ করে একদিন মানুষ সভ্যতা আবিষ্কার করে ফেলেছিল। এই বইতে লেখক নতুন সব গবেষণার আলোকে মানুষের প্রাগৈতিহাসিক সভ্যতার ইতিহাসকে তুলে ধরেছেন।
