আজ থেকে প্রায় ৫০০ বছর আগে রাজা অষ্টম হেনরি একটি নৌবাহিনী গড়ে তোলার প্রয়োজন অনুভব করেন। তিনি পরপর দুইটি জাহাজ তৈরির ডকইয়ার্ড তৈরি করলেন এবং এক পর্যায়ে গঠিত হলো নৌবাহিনী বোর্ড। কিন্তু ঐ সময় হয়ত কেউ চিন্তাও করতে পারেনি যে, এই বাহিনী ব্রিটিশ জাতিকে কোন উচ্চতায় নিয়ে যাবে। এই নৌশক্তির উপর ভর করেই ব্রিটিশ সাম্রাজ্য একদিন পৌঁছে যায় পৃথিবীর প্রতিটা কোনায়। এখানে ছিল অভিযান, সংগ্রাম এবং রক্তক্ষয়ী যুদ্ধ। ব্রিটিশ সাম্রাজ্য এই নৌবাহিনীর মাধ্যমে বদলে দিয়েছিল গোটা পৃথিবীটাকে। এই বইতে ব্রিটিশ নৌবাহিনীর সেই অজানা অধ্যায়টি উঠে এসেছে।
