...

হোয়াটসঅ্যাপ : 01950-886700

লস্ট এনলাইটেনমেন্ট: সেন্ট্রাল এশিয়া’স গোল্ডেন এজ ফ্রম দ্যা আরব কনকোয়েস্ট টু টেমারলেইন

মধ্য এশিয়া অঞ্চলটা আফগানিস্থান থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত। ছিল চীনের কিছু অঞ্চলও। ৮০০ থেকে ১২০০ সালের মধ্যে এখানে এক উন্নত সংস্কৃতি গড়ে উঠেছিল। তৎকালীন পণ্ডিতরা শিল্পকলা, গনিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, চিকিৎসাবিজ্ঞান, ভূ-বিদ্যা, অর্থনীতি, রসায়নসহ বিভিন্ন বিষয়ে ছিলেন সর্বশ্রেষ্ঠ। এরাই তৈরি করেছিলেন মধ্যযুগের পর আধুনিক যুগের জ্ঞানের ভিত্তি। এরা সবাই যেহেতু আরবিতে লিখতেন, তাই এরা আরব না হয়েও দুনিয়ার কাছে আরব হিসেবে পরিচিত ছিলেন। এই বইতে লেখক মানবসভ্যতার সবচেয়ে কম আলোচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আলোকিত অধ্যায়কে তুলে ধরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.