আজ থেকে ২৫০ বা ৩০০ বছর আগে- চীন বা জাপানের কোনো রাজবংশ, অটোম্যান সাম্রাজ্য, ভারতের মুঘল সাম্রাজ্য বা ইরানের সাফাভীয় সাম্রাজ্য- ক্ষমতা বা উন্নতির দিক থেকে কেউ কারও চেয়ে কম ছিল না। কিন্তু এরপর উত্তর-পশ্চিম ইউরোপে শিল্প বিপ্লব ঘটে। আর এই শিল্পবিপ্লব পৃথিবীর ইতিহাসকে চিরকালের জন্য আলাদা করে দেয়। পশ্চিমা সভ্যতা অন্য সবাইকে ছাপিয়ে পৃথিবীর শাসক বনে যায়। এই বিষয়টাকে বলা হয়, “দ্যা গ্রেট ডাইভার্জেন্স”। সবদিক থেকে সমান উন্নত থাকার পরও- এই উন্নয়ন পৃথিবীর অন্য কোথাও না হয়ে কেন পশ্চিমেই ঘটল, এই বইতে লেখক সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন।
পৃথিবীর অর্থনৈতিক ইতিহাস, ভূ-রাজনীতি, মানব সভ্যতার বিবর্তন বিষয়ে আগ্রহী যে কোনো পাঠকের জন্য বই একটি দারুণ রিসোর্স।