- কাশ্মীর হলো এমন একটা ভূখণ্ড যার এক অংশ শাসন করে ভারত, এক অংশ পাকিস্তান, আর অন্য অংশ চীন। এটা হলো এমন একটা অঞ্চল, যেখানে ঐ অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের মতামত ছাড়াই এর মালিকানা কিংবা নিয়ন্ত্রণ পরিবর্তিত হয়েছে ইতিহাসে বহুবার। ৭০ বছরেরও বেশি সময় ধরে কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত, পাকিস্থান আর চীনের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। কাশ্মীরের বর্ডার নিয়ে চীনের সাথেও ভারতের বহুদিনের সংঘাত চলমান। কাশ্মীরের ইতিহাস এবং উত্তরাধিকার যেমন জটিল, এর ঐতিহ্যও তেমনি সমৃদ্ধ। এই বইয়ের লেখক একজন চীনা বংশোদ্ভূত ব্রিটিশ ইতিহাসবিদ এবং কাশ্মীর বিশেষজ্ঞ।