আপনি যদি আজ থেকে ৩০০ বছর আগে চলে যান, তাহলে দেখতে পাবেন যে, এক ভারতবর্ষের অর্থনীতির আকারই ছিল সমগ্র ইউরোপের সমান। কিন্তু ব্রিটিশরাজ যখন ১৯৪৭ সালে উপমহাদেশ ছেড়ে চলে যায় ততদিনে এর আকার ছয়গুণ কমে গেছে! ব্রিটিশরা ভারতকে তাদের সোনার ডিম পাড়া হাঁসের মতো ব্যবহার করত। ভারতবর্ষের পোশাক শিল্পকে ধ্বংস করে তারা ব্রিটেনে শিল্প বিপ্লব ঘটাচ্ছিল। ব্রিটিশরাজ থাকা অবস্থায় শুধু ১৯৪৩ সালের দুর্ভিক্ষেই ৪০ লক্ষ মানুষ না খেয়ে মারা যায়। ব্রিটিশরা এই উপমহাদেশে এসে কীভাবে এই অঞ্চলে আগ্রাসন চালিয়েছে এই বইতে সেটাই দেখানো হয়েছে।
