আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের কথা। ঐ সময়ের এক পরাশক্তি দুই সন্ত্রাসী রাষ্ট্রকে ন্যায় এবং সত্যের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই পরাশক্তির নাম ছিল পারস্য সাম্রাজ্য। পারস্যের তখন ছিল সেরা যোদ্ধা, অঢেল স্বর্ণ আর অসীম সাহস। অন্যদিকে সন্ত্রাসী রাষ্ট্র ছিল এথেন্স এবং স্পার্টা। পারস্য সাম্রাজ্য তখন ভারত থেকে শুরু করে নিকট প্রাচ্য হয়ে এজিয়ান সাগর পর্যন্ত জয় করে ফেলেছে। পারস্য সম্রাট জেরেক্সিস মারাত্মক আক্রমণ করলেও শেষ পর্যন্ত গ্রিসবাসী নিজেদের রক্ষা করতে পেরেছিল। বলা হয় যে- এই যুদ্ধে পারস্য পরাজিত না হলে- আজ পশ্চিমা সভ্যতা বলে কোনকিছুর অস্তিত্বই থাকত না!
