প্রাচীন রোমের ইতিহাসবিদ সুয়েটনিয়াস ছিলেন সম্রাট হাদ্রিয়ানের ব্যক্তিগত লেখক কাম সহকারী। সম্রাটের সাথে বিশেষ সুসম্পর্ক থাকায় তিনি চাইলেই রাজ সংরক্ষণাগার থেকে নথিপত্র বের করে গবেষণা করতে পারতেন। একজন নিষ্ঠাবান ইতিহাস গবেষক যখন এমন অমূল্য এক তথ্যভাণ্ডার পেয়ে যান, তখন ইতিহাসের সেরা ইতিহাসগ্রন্থ তৈরি হবে সেটাই স্বাভাবিক। জুলিয়াস সিজার এবং রোমের প্রথম ১১ জন সম্রাটের জীবনীভিত্তিক ইতিহাস নিয়ে তিনি লিখেন “De vita Caesarum”। পরবর্তীতে এই গ্রন্থই The Twelve Caesars নামে পরিচিতি পায়। রোমান সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য এ এক অমূল্য গ্রন্থ।
