আজকের দিনে আমরা একটা মোটামুটি মানের গণতান্ত্রিক বিশ্বে বাস করি। দুর্ভিক্ষ প্রায় নেই বললেই চলে, প্রচুর মানুষ মোটামুটি মানের চিকিৎসা পায়, কম্পিউটার ব্যবহার করে। কিন্তু আজ থেকে ৫ হাজার বছর আগের প্রেক্ষাপটে চিন্তা করলে এই অবস্থাটাকেই স্রেফ ইউটোপিয়া মনে হতো। কিন্তু ২০১৪ সালে টেড টকে ব্রেগম্যান এমন এক দুনিয়ার কথা বলেন, যেখানে মানুষ সপ্তাহে ১৫ ঘন্টা কাজ করছে, কোনো দেশেই বর্ডার নেই, সবার একটা সর্বজনীন ইনকাম আছে। কিন্তু এটা কি চুড়ান্ত মাত্রার ইউটোপিয়া নয়? আশ্চর্য শোনালেও, ঐ বক্তৃতাকে বিশ্বের কিছু বড় অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ গুরুত্ব দিয়ে ভাবছেন।
